ওপার বাংলাতেও একুশ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..


ওপার বাংলাতেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাত ফেরি, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন থেকে শুরু করে ভাষা শহীদের স্মারক উন্মোচনও ছিলো ২১শে ফেব্রুয়ারির আয়োজন।

২১ ফেব্রুয়ারির স্মরণে শুক্রবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে এক উদ্যানে ভাষা শহীদ স্মারকের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মারক মূর্তিটি তৈরি করেছেন সাংসদ শিল্পী যোগেন চৌধুরী। এরপর থেকে ওই পার্কের নামকরণ করা হয় ‘একুশে উদ্যান’।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের পক্ষ থেকে এক প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরিটি কলকাতার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হাই কমিশনে গিয়ে শেষ হয়।

প্রভাত ফেরিতে যোগ দেন উপ হাইকমিশনার জকি আহাদ, মিশনের কর্মকর্তা ও কর্মচারী সহ সাধারন মানুষ। পরে মিশনের চত্বরে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সকলে। এবং মহান অমর ২১ শে এর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয়। এবং শেষে উপ হাইকমিশনের সকল কর্মকর্তারা বাংলাদেশের মন্ত্রী, প্রেসিডেন্ট এর প্রদত্ত বানী পাঠ করে শোনান।