নকল বন্ধ, পরীক্ষা ‘‌বয়কট’‌ ছাত্রদের!‌ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নকল বন্ধ, পরীক্ষা ‘‌বয়কট’‌ ছাত্রদের!‌

Share This


নকল বন্ধ করার ফল?‌ ভারতের উত্তরপ্রদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষায় বসল না ৭ লাখ ৪২ হাজার পরীক্ষার্থী!‌

উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় নকল রুখতে বিশেষ মোবাইল অ্যাপ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্ভবত তার জেরেই এই বিপুল অনুপস্থিতি। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৮ লাখ, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু শুক্রবার পরীক্ষার প্রথম দিনে ১১,৬৬৭টি পরীক্ষাকেন্দ্র রিপোর্ট জমা দিলে দেখা যায়, উচ্চমাধ্যমিক স্তরের ২ লক্ষ ৮৮ হাজার ও মাধ্যমিক স্তরের ৪ লাখ ৫৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।

উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের ডেপুটি সেক্রেটারি অরবিন্দ পান্ডে জানিয়েছেন, মিরাট ও গাজিপুর জেলায় সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দুই জেলা মিলিয়ে প্রায় ৭২ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। বরেলি ও বালিয়া মিলিয়ে সংখ্যাটা ছিল ৬৮ হাজার, এলাহাবাদে ৩২ হাজার ও আগ্রায় ২২ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে, লক্ষ্ণৌতে সাড়ে ৪ হাজার ও বারাণসীতে ১০ হাজার ৭০০ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। বিহার, উত্তরপ্রদেশে পরীক্ষায় অবাধ টোকাটুকি নিয়ে সংবাদমাধ্যম বার বার সরব হয়েছে। এবার পরীক্ষাকেন্দ্রে টুকলি রুখতে বিশেষ প্রযুক্তির সাহায্য নেয় সরকার। নেওয়া হয় অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা। তাতে ভুয়ো পরীক্ষার্থী এবং টোকাটুকির রমরমা কমেছে।‌