এমসি কলেজে রবি’র ফ্রি ওয়াইফাই
November 29, 2015
এমসি প্রতিনিধিঃ সিলেটের এমসি কলেজে ওয়াই ফাই সেবা চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
কলেজ চত্বরে শনিবার সেবাটির উদ্বোধন করেন তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ। কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকুঞ্জী এ সময় উপস্থিত ছিলেন ।
রবি একমাত্র অপারেটর হিসাবে এম সি কলেজ প্রাঙ্গণে ওয়াইফাই সেবা প্রদান করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য করা প্রাসঙ্গিক ও আকর্ষণীয় ট্যারিফ প্ল্যান প্রদান করছে রবি।
কলেজের সকল শিক্ষক ইতোমধ্যে রবি সংযোগ ব্যবহার করে মোবাইল ফোন সেবা গ্রহণ করছেন।
শিক্ষার্থীদের মাঝে ধাপে ধাপে আকর্ষণীয় মূল্যে রবি সিম প্রদান করা হবে। এর ফলে তারা সবাই রবি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনের দিন থেকে ছয় মাস পর্যন্ত রবি সংযোগ ব্যবহারকারী এমসি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ওয়াই-ফাই’র মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ জন্য অবশ্যই রবি নম্বরের প্রয়োজন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র সিসিপিও মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’ ব্র্যান্ড অঙ্গীকারটি বাস্তবায়নে আমরা দেশের তরুণদের উপরই আস্থা রাখি। ঐতিহাসিক এম সি কলেজে ওয়াই-ফাই জোন চালু করে তরুণদের সাথে আরো একাত্ম হওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
1 টি মন্তব্য:
facebook.com/somoyer.songlap24
একটি মন্তব্য পোস্ট করুন