সিলেটের প্রথম করোনা রোগী ডা. মঈনের ইন্তেকাল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটের প্রথম করোনা রোগী ডা. মঈনের ইন্তেকাল

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
অবশেষে সহকর্মী ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন সিলেটের জনপ্রিয় মানবদরদি চিকিৎসক, ওসমানি মেডিকেল কলেজ হাসাপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহ রাজিউন।

করোনা আক্রান্ত হয়ে তিনি প্রথমে বাসায় চিকিৎসা নেন, পরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে আইসিইউ এম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নেয়া হয়। ঢাকার কুর্মীটোলা হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি হয়। আজ ভোর সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন।

ডাক্তার মঈন উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে। তিনি সিলেট শহরের হাউজিং এস্টেটে বসবাস করতেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages