করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিলও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।এরআগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবার তা বাড়ানো হলো।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত কভিড-১৯ রোগী শনাক্তের পর রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জন। এমন পরিস্থিতিতে বিশ্বের দেশে দেশের সরকারগুলো লকডাউন ঘোষণা করেছে।
বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে লকডাউনের ঘোষণা না দিয়ে ছুটির ঘোষণা দিয়েছে। -সিলেটটুডে
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন