চিন্তার ভাঁজ পড়েছে সিলেটবাসীর মনে। কারণ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটের এক চিকিৎসক। করোনা ভাইরাসের উঁকি-ঝুঁকিতে এখন টেনশনে গোটা সিলেটবাসী। একের পর এক ধাক্কায় বুকে কাঁপন ধরছে সিলেটবাসীর। কি আছে কপালে? এমন প্রশ্ন এখন বিভোর সিলেটের মানুষের মনে।
করোনা ভাইরাস নিয়ে সিলেটে সন্ধ্যার আগে স্বস্তি থাকলেও সন্ধ্যার পর সবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। রবিবার ঢাকার আইইডিসিআর দেশে নতুন করে ১৮ জন আক্রান্তের কথা জানায়। আক্রান্ত ১৮ জনের মধ্যে একজন সিলেটের। এমনিতেই বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলকে ডেঞ্জারজোন হিসেবে বিবেচনা করা হয়েছিল। আর আজ সেই সিলেটে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত একজন। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি নিশ্চিত হলেও এই মুহুর্তে আক্রান্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হচ্ছেনা। তবে, আক্রান্তকারী ডাক্তার এবং ওই পরিবারকে সাথে সাথেই লক ডাউনে রাখা হয়েছে।
আজ রোববার ঢাকা থেকে ওই ডাক্তারের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লাকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান বলেন, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী সনাক্তের কথা বলেছে তার মধ্যে রয়েছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তার শরীরে করোনাভাইরাস সনাক্তের পর লকডাউন করে রাখা হয়েছে তার বাসা। আক্রান্ত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তার বাসা নগরীর হাউজিং এস্টেটে। নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে রোগী দেখতেন তিনি।
এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন সিলেটে অঞ্চলের মানুষ। কিন্তু সেই স্বস্থি এখন উবে গেছে প্রথমবারের মতো করোনা সনাক্তের ঘটনায়। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় গ্রাম ও শহর সব জায়গার মানুষের ভেতর একধরনের চাপা আতঙ্ক কাজ করছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন