গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন ভয়ঙ্কর করোনা ভাইরাস। এই রোগের নেই কোনও ওষুধ ও প্রতিষেধক। ফলে প্রতিদিনই প্রায় লাখখানেক মানুষ নতুন করে এতে আক্রান্ত হচ্ছেন। আর মারা যাচ্ছেন আরও হাজার হাজার মানুষ।
এরই ধারাবাহিকতায় সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার সকালেই আক্রান্ত হয়েছেন আরও ১৩শ’র বেশি মানুষ। ফলে এই মুহূর্তে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জনে।
সোমবার গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৫ হাজার ৪২৩ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ১ লাখ ১৯ হাজার ৬১৮।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৩৬ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩ লাখ ৫৯ হজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫১ হাজার ৭৪৭ জনের অবস্থা গুরুতর।
প্রসঙ্গত, বিশ্বে মোট আক্রান্ত ও মৃত্যু এই দুই তালিকাতেই শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। তারপরের সেরা পাঁচে থাকা চারটি দেশই কিন্তু ইউরোপের উন্নত দেশ হিসাবে বিবেচিত। এই পাঁচটি দেশেই মোট করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লাখ, ১১ লাখ ৮৩ হাজার ৬১২ জন।
করোনা আঘাতে সবচেয়ে বিপর্যস্ত বিশ্বের ১৫টি দেশের নাম (করোনায় আক্রান্তের সংখ্যা বিবেচনা করে) ক্রমান্বয়ে দেয়া হলো:
১.যুক্তরাষ্ট্র: মোট আক্রান্ত ৫ লাখ ৮৭ হাজার ১৫৫ জন; মৃত্যু ২৩ হাজার ৬৪৪
২. স্পেন: আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৯৯ জন; মৃত্যু ১৭ হাজার ৭৫৬ জন।
৩. ইতালি: আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন; মৃত্যু ২০ হাজার ৪৬৫ জন।
৪. ফ্রান্স: আক্রান্ত ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন; মৃত্যু ১৪ হাজার ৯৬৭ জন।
৫. জার্মানি: আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৭২ জন; মৃত্যু ৩ হাজার ১৯৪ জন।
৬. যুক্তরাজ্য: আক্রান্ত ৮৮ হাজার ৬২১ জন; মৃত্যু ১১ হাজার ৩২৯ জন।
৭. চীন: আক্রান্ত ৮২ হাজার ২৪৯ জন; মৃত্যু ৩ হাজার ৩৪১ জন।
৮. ইরান: আক্রান্ত ৭৩ হাজার ৩০৩ জন; মৃত্যু ৪ হাজার ৫৮৫ জন।
৯. তুরস্ক: আক্রান্ত ৬১ হাজার ৪৯ জন; মৃত্যু ১ হাজার ২৯৬ জন।
১০. বেলজিয়াম: আক্রান্ত ৩০ হাজার ৫৮৯ জন; মৃত্যু ৪ হাজার ৫৮৫ জন।
১১. নেদারল্যান্ডস: আক্রান্ত ২৬ হাজার ৫৫১ জন; মৃত্যু ২ হাজার ৮২৩ জন।
১২. সুইজারল্যান্ড: আক্রান্ত ২৫ হাজার ৬৮৮ জন; মৃত্যু ১ হাজার ১৩৮ জন।
১৩. কানাডা: আক্রান্ত ২৫ হাজার ৬৮০ জন; মৃত্যু ৭৮০ জন।
১৪. ব্রাজিল: আক্রান্ত ২৩ হাজার ৭২৩ জন; মৃত্যু ১ হাজার ৩৫৫ জন।
১৫. রাশিয়া: আক্রান্ত ১৮ হাজার ৩২৮ জন; মৃত্যু ১৪৮ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন