দেশে আবারও একদিনে রেকর্ড সংখ্যাক আক্রান্ত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দেশে আবারও একদিনে রেকর্ড সংখ্যাক আক্রান্ত

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজকের আক্রান্তের সংখ্যা একদিনে সর্বচ্চ। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন চিকিৎসক সহ ৪ জন।

বিশ্ব পরিস্থিতি: পৃথিবীজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬০৪ জন।

তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯১ হাজার ৫২২ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৫৪ জনের (৪ শতাংশ) অবস্থা গুরুতর। তাদের অনেককেই আইসিইউতে রেখে চিকিৎসা চলছে বিশ্বজুড়ে বিভিন্ন হাসপাতালে। ওয়াল্ডওমিটার জানাচ্ছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন, যা মোট আক্রান্তের ৭৯ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৬০৪ জন, যা মোট আক্রান্তের ২১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি উৎপত্তি হয়। দুই মাসের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর গত ৩৬ দিনে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। মারা গেছেন ৪৬ জন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages