লকডাউনের মধ্যেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯০৭ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৬২ জন।
বৃহস্পতিবার দ্য হিন্দুর লাইভ আপডেটে আরও জানানো হয়, মৃতদের মধ্যে সর্বাধিক ১৬ জন মহারাষ্ট্র রাজ্যের।
করোনায় মারা গেছেন পদ্মশ্রী বিজেতা শিখ ধর্মীয় সংগীতশিল্পী নির্মল সিং। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় অমৃতসরে তার জীবনাবসান হয়। এক সময়ে স্বর্ণমন্দিরে ‘হাজুরি রাগি’ ছিলেন তিনি।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২০৮ জনে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ ৫৭৪ জন।
করোনায় দ্বিতীয় সর্বাধিক ৯ হাজার ৩৮৭ জন মারা গেছে স্পেনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ১১৮ জন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন