গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৫ জন। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জন।
১৩ এপ্রিল (সোমবার) স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআরের করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বিফ্রিংয়ে এমনটি জানানো হয়।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চতুর্থ দফায় সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে। এই সময়ে সকলকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস বিশ্বের ২০৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির প্রকোপে প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। এবং সুস্থ্য হয়ে ঘরে ফিরেছে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ। -সূত্র: ওয়ার্ল্ডোমিটারস
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন