মাগুরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা বাকি মিয়া (৪৮) নামের প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে সে মারা যায়।
মৃত বাকি মিয়া মহম্মদপুর উপজেলার কলমধরি এলাকার বাসিন্দা।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন , জ্বর, কাশি, শ্বাসকষ্টে ও করোনার নানা উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তী হয়। তার অবস্থা সন্দেহজনক মনে হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে শুক্রবার সকালে তার অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার পরিবার ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, মৃত ওই ব্যাক্তির বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে এছাড়া পরিবারের সকলকে শাটডাউন করে দেওয়া হয়েছে। -নয়া দিগন্ত জব
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন