ওসমানীনগরে বাড়িতে গিয়ে তরুণীকে কুপালো বখাটে যুবক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ওসমানীনগরে বাড়িতে গিয়ে তরুণীকে কুপালো বখাটে যুবক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সিলেটের ওসমানীনগরে এক তরুণীকে বাড়িতে গিয়ে কুপিয়েছে বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে গত ১৫ এপ্রিল সকালে। গুরুতর আহত অবস্থায় এ তরুণী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে তোলপাড় চলছে। ঘটনার পর থেকেই বখাটে যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ এ যুবককে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

জানা যায়, ওসমানীনগর থানার ওসমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের সুরুজ আলীর মেয়ে সুজনা বেগম (১৯ ) কে মোবাইলে প্রায়ই জ্বালাতন করতো একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে বখাটে জুলখাদ মিয়া। ঘটনার দিন সকালে মেয়েটিকে জুলখাদ ফোন করলে মেয়েটি তাকে উত্যক্ত না করতে বলে এবং এটি রং নাম্বার বলে কেটে দেয়। তখন জুলখাদ মেয়েটিকে দেখে নেবে বলে হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই সকাল ১১ টার দিকে মেয়েটিকে বাড়ির পুকুর পাড়ে একা পেয়ে জুলখাদ আক্রমন চালায়। সে মেয়েটিকে পেছন থেকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় কুপাতে থাকে। এতে প্রচুর রক্ষকরণ হয়। এক পর্যায়ে লোকজন এগিয়ে আসলে জুলখাদ পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ওসমাণী হাসপাতালে প্রেরণ করা হয়। মেয়েটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মেয়েটির ভাই ছাদিক আলী বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বখাটে জুলখাদকে এখনো গ্রেফতার করতে পারেনি। এলাকার সর্বস্তরের মানুষ বখাটে জুলখাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। 

এ ব্যাপারে ওসমানীনগর থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল আলম বলেন, আমি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটির পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। ছেলের বাড়িতে গিয়ে তাকে কিংবা পরিবারের কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, মেয়েটি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তার খোজখবর নিচ্ছি। চিকিৎসা নিয়ে আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages