সিলেটের উপজেলা উপজেলায় বড় পরিসরে সেনা টহল, কঠোর অবস্থান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের উপজেলা উপজেলায় বড় পরিসরে সেনা টহল, কঠোর অবস্থান

Share This
প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্য বৃহস্পতিবার থেকে সিলেটে বড় পরিসরে টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেট বিভাগের ৪০ উপজেলায় সেনাবাহিনীর ৪১ টিমের টহল শুরু হয়।

জানা গেছে, গত ২৪ মার্চ করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় প্রশাসনের কাজে সহায়তা সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। সিলেট বিভাগে ২৬ মার্চ থেকে সেনাবাহিনীর টহল শুরু হয়। প্রতিদিনই সেনা সদস্যরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভাগ করে টহল দিতে শুরু করেন। তবে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সিলেট বিভাগের সকল উপজেলায় এক সঙ্গে সেনাবাহিনীর টহল শুরু হয়। টহলরত সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (আজ) থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট জেলায় সেনাবাহিনীর ১৩ টি, মৌলভীবাজারে ১০ টি, সুনামগঞ্জে ৯ টি ও হবিগঞ্জে ৯ টি টিম টহল দিচ্ছে। দিনভর সেনা সদস্যরা প্রতিটি উপজেলার হাট বাজার টহল দিবেন। একই সঙ্গে সেনা সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন (গণমাধ্যম) জানান, সেনাবাহিনীর প্রতিটি টিমের সঙ্গে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা থাকবেন। -সুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: