দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১, মৃত্যু ৫ জনের - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১, মৃত্যু ৫ জনের

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এছাড়াও নতুন করে ৪১ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে দেশে ১৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হলো। এছাড়া মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, নিয়মিত স্বেচ্ছাসেবা দিচ্ছেন দুই হাজারের বেশি চিকিৎসক। আমরা ২১টি গাইডলাইন তৈরি করেছি। যা পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায়ে ভিডিও কনফারেন্স পৌঁছে দিয়েছি।

এছাড়া সর্বমোট কোয়ারেন্টিনে আছেন ১০ হাজারের বেশি মানুষ। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩২ জন। ৬০৬ জন হোম কোয়ারেন্টিনে। ৬ লাখ ২৬ হাজার ৩৯৭টি পিপিই সংগ্রহ করা হয়েছে। ১ লাখ ৬৪ হাজারের বেশি পিপিই আছে বলেও জানান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages