আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৭৪ বস্তা চাল জব্দ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৭৪ বস্তা চাল জব্দ

Share This
জামালপুর জেলা পরিষদ সদস্য এবং সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। এর আগে সকালে একই ইউনিয়নের চিকারপাড় গ্রামে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির সময় আরও ৮৫ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারা পলাশতলা বাজারের একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়। পরে এসব চাল সরকারি হেফাজতে নেয়া হয়।

এ বিষয়ে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিয়ারা পলাশতলা বাজারের ওই গুদামটির মালিক সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল।

এদিকে সকালে একই ইউনিয়নের চিকারপাড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়। এ সময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে তিনটি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত হয়। -সিলেটটুডে

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: