চট্টগ্রামে করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

চট্টগ্রামে করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু

Share This
চট্টগ্রামে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত ছয় বছরের শিশুটি মারা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, শিশুটির বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, 'গত (রোববার) রাতে শিশুটিকে তার বাড়ি থেকে নগরীতে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। রাতেই সে মারা গেছে। তার দাফনসহ সবকিছু স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে হবে।'

অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, বিশেষভাবে সক্ষম শিশুটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর রোববার রাত ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে রোববার (১২ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ওই শিশুসহ মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর রাতে ওই শিশুর বাড়ি পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। -সিলেটটুডে

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: