বিশ্বনাথে ফেইক ফেসবুক আইডি নিয়ে দ্বন্দ্বের জের ধরে লজিংমাস্টার নুরুল আমিনকে (২৪) খুন করা হয়েছে।
শুক্রবার কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে আশফাক আহমদ (১৪)।
এমন তথ্য দেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা। ওসি জানান, নিহত নুরুল আমিন প্রায় ৫-৬ বছর ধরে আসামি আশফাক আহমদের বাড়িতে লজিং থেকে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়তেন।
নুরুল আমিন আসামি আশফাক আহমদের নামে বিভিন্ন সময়ে ফেইক আইডি খুলে প্রতারণা করত। সেই আইডি মুছে ফেলতে নুরুল আমিনকে বিভিন্ন সময়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়েছে আসামি আশফাক আহমদ।
এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তাতে কোনো লাভ হয়নি। তাই ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে তাকে খুন করতে বাধ্য হয়। কোর্টে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আশফাক আহমদ।
এ ঘটনার পর ওই দিন রাতেই আসামির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আসামি আশফাক আহমদকে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আশফাক আহমদকে আসামি করে মামলা হয়েছে। বাদী হয়েছেন নিহতের ভাই জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে নজরুল আমিন এলাইছ। -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন