সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সারাদেশে কাজ করবে সেনাবাহিনী। সেই সঙ্গে সরকারের ঘোষিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সাধারণ ছুটি ঘোষণার পর বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে কাজ শুরু করেছে সেনাবাহিনী।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন