দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার লক-ডাউন অবস্থা জারি করেছে। ফলে দেশে এক শ্রেণীর অসহায় দরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে।
সম্প্রতি লক-ডাউনের কারণে অর্থ সংকটে একজন মা তার মাথার চুল বিক্রয় করে সন্তানের জন্য দুধ ক্রয় করেছে।
জানা যায়, লক-ডাউনের কারণে গত ২ দিন ধরে চুলোয় আগুন চলছে না। সংকটে গোটা পরিবার আছে না খেয়ে। সরকার কর্তৃক গরিবদের জন্য বরাদ্দকৃত ত্রাণের জন্য এদিক ওদিক ঘুরেও পাননি ত্রাণ সামগ্রী। অন্যদিকে কোলে থাকা দেড় বছরের শিশুর খাবারও নেই ঘরে। পরে বাধ্য হয়ে নিজের মাথায় থাকা চুল বিক্রয় করে দিয়েছেন মাত্র ১৮০ টাকায়। এরপর ওই টাকা দিয়ে ক্রয় করেছেন সন্তানের জন্য খাবার।
এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সাভারের পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায়। ঘটনার বর্ণনা দেওয়ার সময় কান্নাজড়িত কণ্ঠে সাথী বেগম জানান, আমরা বড়ো মানুষ ক্ষুদার জ্বালা সহ্য করার ক্ষমতা আছে কিন্তু দুধের শিশুকে কিভাবে সান্তনা দিবো? কিভাবে বোঝাবো যে ঘরে খাদ্য নেই।
দুই সন্তানের জননী সাথী বেগম জানান, খাবারের জন্য রাস্তায় এদিক ওদিক ঘুরতে থাকি। কিন্তু কোনো সহায়তা পাইনি। পরে রাস্তায় এক হকারের সাথে দেখা। তাকে সমস্ত ঘটনা খুলে বলি, ওই হকার চুলের বদলে আমাকে ৪০০ টাকা দিবার জন্য রাজি হয়। কিন্তু চুল কেটে তাকে দেওয়ার পর সে আমার হাতে ১৮০ টাকা ধরিয়ে দিয়ে চলে যায়।
ত্রাণ না পাওয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমরা কিছু দিন আগে ময়মনসিংহ হতে ঢাকা এসেছি কাজের জন্য । এখানে একটি ভাড়া বাড়িতে থাকি। এখানে নতুন হওয়ার কারণে কোথায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় তা জানা নেই। অন্যদিকে আমার সময় একজন দিন মজুর। আমি নিজেও অন্যদের বাসায় কাজ করি। করোনার কারণে বাড়িওয়ালা কাজে যেতে নিষেধ করেছে। আবার একই কারণে আমার স্বামী কোনো কাজ না পেয়ে ঘরে বসে আছে। ঘরে কোনো খাদ্য নেই। কিভাবে কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে চুল বিক্রয় করেছি।
এ বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ মাহফুজ জানান, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। তবে ঘটনাটি সত্যিই অনেক দুঃখজনক। আমি অতি দ্রুতই ওই নারীর বাসায় ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবস্থা করছি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন