কয়েক বছর ধরে হিন্দুদের সঙ্গে কথা হতো না মুসলিমদের। হিন্দুরাও মেশেনি মুসলিমদের সঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার সেই রাজখোলা গ্রামে এখন অন্য ছবি। গরীব হিন্দুদের সাহায্য করছে মুসলিমরাই।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রদায়িক মেরুকরণে গত কয়েক বছর গ্রামটির দুই সম্প্রদায়ের মধ্যে কথাবার্তা প্রায় ছিল না বললেই চলে। কিন্তু লকডাউনের পর অবস্থা পাল্টে গেছে।
কার কার বাড়িতে খাবার যাবে, তার লম্বা তালিকা তৈরি করছেন স্থানীয় শিক্ষক শামসুদ্দিন। পরে প্যাকেটবন্দি চাল, আলু, তেল, ডাল পৌঁছে যাচ্ছে গ্রামের দুঃস্থদের ঘরে।
তেহট্টের বাসিন্দা শুভঙ্করের কথায়, ‘মেরুকরণের হাওয়ায় হিন্দু-মুসলিম সম্পর্ক তলানিতে ঠেকছিল। লকডাউন ঘোষণার পরেই গ্রামের গরীব মানুষদের কথা ভেবে শামসুদ্দিনভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তার উদ্যোগেই আমরা ফের এক হলাম।’
রাজখোলার মুসলিমপাড়া থেকে খাদ্যসামগ্রী যাচ্ছে তেহট্টের ধোপাপাড়ায় গরিব অ-মুসলিম পরিবারে।
তেহট্টের জরিশিল্পী সুরজিৎ ভট্টাচার্য বলেন, ‘পরিবারের যা সদস্য তাতে রেশনসামগ্রী যথেষ্ট নয়। এই সময়ে গ্রামের মানুষ ব্যক্তিগত উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়ানোয় ভাল লাগছে।’
শ্যামলী গায়েনের কথায়, ‘লকডাউনের পর রোজগার বন্ধ। মুসলিম পাড়া থেকে চাল, আলু পেয়ে দু’বেলা খেতে পাচ্ছি।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন