বিশ্বব্যাপী ২০৯ দেশ-অঞ্চলে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার ৮৫ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৫১। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ২ হাজার ২০৯ জন। গত ২৪ ঘন্টায় একদিনে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি।
করোনাভাইরাসে এর মধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছেন ১ হাজার ৯শ ৬৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৬৭৪ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে। গত ২৪ ঘন্টায় নিউইয়র্কে নতুন করে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৮৯। সেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৩৬।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ১২৭ জনে। একদিন আগেই দেশটিতে ৬৩৬ জনের মৃত্যু হয় করোনায়। তবে ইতালিতে নতুন করে সংক্রমণের সংখ্যা গত ২৫ দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৯২ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় ৭০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৪২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ২০৮ জন। সোমবার দেশটিতে করোনায় মারা যান ৬৩৭ জন; ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর হার বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। ইতালির পর বিশ্বের সর্বাধিক মৃত্যুর এই দেশটিতে গত ২৪ মার্চের পর সোমবার প্রাণহানি ছিল সবচেয়ে কম।
একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে ফ্রান্সেও। দেশটিতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৪শো ১৭ জনের।
গত ২৪ ঘন্টায় নতুন করে যুক্তরাজ্যে ৭৮৬ জন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ১৫৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৪২ জন।
গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ৪০৩, জার্মানিতে ২০৬ ও ইরানে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।
এদিকে ভারতে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত ৫ শতাধিক। সরকারি হিসেবে দেশটিতে এপর্যন্ত প্রাণ গেল ১২৪ জনের। তবে ওয়ার্ল্ডোমিটার বলছে ভারতে মোট আক্রান্ত ৫ হাজারের বেশি আর মৃত্যু হয়েছে দেড়শো জনের।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬৪ জন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন