দেশে ৪১ চিকিৎসক ও ১০ নার্স করোনায় আক্রান্ত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দেশে ৪১ চিকিৎসক ও ১০ নার্স করোনায় আক্রান্ত

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
প্রাণঘাতী করোনায় দেশে এখন পর্যন্ত ৪১ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আইসিইউ তে আছেন দু’জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। আর অন্য একজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট চিকিৎসক।

সোমবার বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসকরা। নতুন যে আট চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দু’জন, ঢাকা শহরের আরেকজন ও মানিকগঞ্জের একজন। আক্রান্তের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসায় কোয়ারেন্টিন আছে প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী।

এদিকে, সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages