করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা আরো ৯৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন। শনিবার (০৪ এপ্রিল) নতুন করে ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় ৯৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারমধ্যে সিলেটে ১৭, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ২১ জন।
তিনি বলেন, ১০ মার্চ থেকে এই পর্যন্ত ২ হাজার ৬৩৮ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৭২৬, সুনামগঞ্জে ৫২৪, হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজারে ৫৮৫ জন। এছাড়া ২৬ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আসা ১৩ জনের মধ্যে সিলেটের ২, সুনামগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ৪ জন।
এ নিয়ে এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ৪৯০ জন। এরমধ্যে সিলেটে ২০২, সুনামগঞ্জে ১১২, হবিগঞ্জে ১০১ এবং মৌলভীবাজারে ৭৫ জন। -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন