সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

Share This
সিলেটে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হলেন একজন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত হলেও এই মুহুর্তে আক্রান্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হচ্ছেনা। তবে, আক্রান্তকারী ডাক্তার এবং ওই পরিবারকে সাথে সাথেই লক ডাউনে রাখা হয়েছে।

আজ রোববার ঢাকা থেকে ওই ডাক্তারের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লাকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।

এদিকে একদিনের ব্যবধানে হঠাৎ সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে যায়। শনিবার (৪ এপ্রিল) যেখানে ১৩ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছিল। আজ রোববার (৫ এপ্রিল) হঠাৎ ২৮২ জনকে হোম কোয়ারেন্টিনে আনতে হলো। তাদের মধ্যে বিদেশফেরত লোকজনও নেই। ফলে চিন্তার বলিরেখা চিকিৎসক মহলেও। -সুুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: