রাজধানীতে ইমামসহ শনাক্ত ৩, শাহী মসজিদ লক ডাউন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

রাজধানীতে ইমামসহ শনাক্ত ৩, শাহী মসজিদ লক ডাউন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
রাজধানীতে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নাজিমুদ্দিন রোডের আলী নেকীর দেউরি এলাকায় শাহী মসজিদ কমিটির এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে, মসজিদটি লকডাউন করেছে বংশাল থানা পুলিশ।

এছাড়াও এলাকার আটটি ভবন লকডাউন করা হয়েছে। এর আগে গতরাতে রাজধানীর খিলগাঁওয়ে একটি মসজিদের ইমামের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

পুলিশের রমনা জোনের ডিসি জানান, খিলগাঁওয়ের মসজিদের ইমাম করোনা আক্রান্ত হওয়ায় তার মগবাজারের বাসাও লকডাউন করেছে প্রশাসন। এদিকে নানা উদ্যোগের পরও লকডাউন হওয়া এলাকাগুলোয় করোনা সতর্কতা মানছেন না অনেকে।

এদিকে নানা উদ্যোগের পরও লকডাউন হওয়া এলাকাগুলোয় করোনা সতর্কতা মানছেন না অনেকে। বিভিন্ন অজুহাতে বাড়ির বাইরে এসে অকারণে গল্প-আড্ডা-হাঁটাহাঁটি করছেন তারা। উপেক্ষা করছেন সামাজিক দূরত্বের নির্দেশ।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ওই এলাকাগুলোর বাসিন্দাদের সচেতন করছেন তারা। তবে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ছাড়া করোনা মোকাবিলা সম্ভব না বলেও মনে করছেন তারা।

এছাড়া বুধবার সকাল থেকেই রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা-বিক্রেতার যথেষ্ট ভিড় দেখা গেছে। বেশিরভাগ মানুষই কাছাকাছি দাঁড়িয়ে কেনাবেচা করেছেন।

মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে সতর্ক করলে ভিড় কিছুটা কমে। তবে, তারা চলে যাওয়ার পর আবারো সবকিছু ভুলে কাছাকাছি চলে আসছেন সবাই।

৫০টিরও বেশি এলাকা লকডাউন করেছে পুলিশ। নানা অজুহাতে এলাকার বাইরে যাচ্ছেন অনেকে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages