সিলেটে করোনা আইসোলেশনে কিশোরীর মৃত্যু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটে করোনা আইসোলেশনে কিশোরীর মৃত্যু

Share This
সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তির এক ঘণ্টার মাথায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। জ্বর,সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া ১৬ বছর বয়সী কিশোরীর নাম জুলফা বেগম ।

তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে। সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কিশোরীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: হিমাংশু লাল রায়। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হওয়া ওই কিশোরী বেলা ২টা ৫ মিনিটে মারা যান। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, দাফন-কাফনের জন্য তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হবে বলে জানান তিনি।

অবশ্য, সিলেটের সিভিল সার্জন জানিয়েছেন, জীবিত অবস্থায় ওই কিশোরীর থ্রট সোয়াব সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

ডা. আনিসুর রহমান জানান, কিশোরী করোনা আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কোনো প্রবাসীর সংস্পর্শে যায়নি ওই কিশোরী। এক মাস আগে থেকে শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি রোগে অসুস্থ‍ হয়েছে সে। রোগীর বাড়ি প্রবাসী অধ‍্যুষিত অঞ্চল বালাগঞ্জ উপজেলায়। তার মরদেহ কী করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, এর আগে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন কর্নারে কোয়ারেন্টাইনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু হয়। তবে, তার কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: