মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর বাড়িতে গতকাল ১৫ জানুয়ারী বুধবার জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ির পার্শ্ববর্তী বালাই হাওরে নেমেছিল লাখো মানুষের ঢল। আল্লামা ফুলতলীর কবর, ইছালে ছওয়াব মাহফিলসহ আশপাশ এলাকা ছিল লোকে লোকারণ্য।
মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদসহ আল্লামা ফুলতলীর লাখো ভক্ত মুরিদের সমাগম ঘটে। প্রতি বছরের মতো এবারো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আল্লামা ফুলতলীর লক্ষ লক্ষ মুরিদানগণ প্রিয় মুর্শিদের রুহানি ফয়েজ হাছিলের জন্য ঐতিহাসিক বালাই হাওর ময়দানে মোবারক এই মাহফিলে সমবেত হন।
মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ফুলতলী (রহ.)’র বড় ছাহেব ক্বিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। এ মোবারক মাহফিল সফলের লক্ষ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর হাতে গড়া সংগঠন আল ইসলাহ্, তালামীযে ইসলামিয়া, স্থানীয় এলাকাবাসী, ভক্ত ও মুরিদানসহ বিভিন্ন মহলের তরফ থেকে ব্যাপক প্রস্তুুতি ও প্রচার-প্রচারণা চলিয়েছে। শামসুল উলামা, রইসুল কুররা, বিশ্বনন্দিত সুফী সাধক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)র ১২ তম ঈসালে সাওয়াব মাহফিল শতাব্দীর এই সেরা ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ গ্রামে ১৯১৩ সালে জন্ম গ্রহন করেন।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) হযরত শাহজালাল ইয়ামনী (র.)-এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল (র.)-এর বংশধর। ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে ক্বিরাত ও ইলমে তাসাউফে তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি যে ভাবে স্পষ্ট বক্তা ছিলেন সে ভাবে একজন বড় মাপের লেখক ও ছিলেন।
তাঁর রচিত প্রায় ৮টি মহামূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি মাদরাসায় কুরান হাদীস শিক্ষাদানে আজীবন ব্রত ছিলেন। পাশাপাশি তিনি দেশে বিদেশে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তুলেন। দরুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, লতিফিয়া এতিমখানা, লন্ডনে দারুল হাদীস লতিফিয়া, আমেরিকায় আল ইসলাহ ইসলামিক সেন্টার অন্যতম।
আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামীয়া, ক্বারী সোসাইটি ও উলামা পরিষদ আজ দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত। তিনি ইসলামের ব্যাপারে আপোষহীন ছিলেন। তাঁর জীবনে সরকার বা কোন ইসলাম বিদ্বেষী ইসলাম ও মুসলমানের বিরেুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সবার আগে গর্জে উঠতেন এবং সফলও হতেন। তাঁর শেষ বয়সের আন্দোলনের ফসল বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয়। এই মহামনীষী ২০০৮ সালে ১৬ জানুয়ারী ইন্তেকাল করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসতেছেন এ মাহফিলে। দেশী-বিদেশী জগত বিখ্যাত আলেমগণ সেখানে বক্তব্য রাখবেন এবং কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন