বই উৎসব: খতিরা দাখিল মাদ্রাসা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বই উৎসব: খতিরা দাখিল মাদ্রাসা

Share This
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত সারাদেশের বিদ্যালয় পড়ুয়া সোয়া চার কোটির বেশি শিক্ষার্থী।

প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।

বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।

গতকাল গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল উৎসব হয়েছে আজ।

তারই ধারাবাহিকতায় আজ খতিরা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসব পালিত হয়। মাদ্রাসার সুপার মাওঃ ফখরুল ইসলামের সভাপতিতে সকাল ১১ ঘটিকার সময় শিক্ষার্থীদের হাতে নিজ নিজ শ্রেনীর পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলে অত্র মাদ্রাসার শিক্ষক মাওঃ তারেক আহমেদ, হাফিজ মাওঃ এহসান আহমেদ, জনাব দিলোয়ার হোসেন, মাওঃ মিলন আহমদ, শিক্ষিকা জনাবা সুমিনা বেগম সুমি,জনাবা, ফাহিমা ইয়াসমিন- সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: