খালেদা জিয়া কারাগারে থাকা দুঃখজনক: ফখরুল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

খালেদা জিয়া কারাগারে থাকা দুঃখজনক: ফখরুল

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়া বেগম খালেদা জিয়া আজো কারাগারে থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব বলেন, পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়া বেগম খালেদা জিয়া আজো কারাগারে থাকা দুঃখজনক। 

তিনি আরো বলেন, ভারতের এনআরসি বাংলাদেশসহ পুরো উপমহাদেশে সংঘাত ও অস্থিতিশীলতা তৈরি করছে।

তবে কাদের মোল্লার সংবাদের বিষয়ে বিএনপির মহাসচিবকে সাংবাদিকরা প্রশ্ন করলে এবিষয়ে তিনি কোনো কথা বলেননি তিনি।

স্বাধীনতার ৪৯ বছরে এসে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলে খবর প্রকাশ করার তীব্র সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তারা এ কথা বলেন।

সকাল সাড়ে আটটার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের তার বক্তব্যে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার নিন্দা জানান।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages