বিদ্যুৎহীন বাংলাদেশ ব্যাংক ভবন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিদ্যুৎহীন বাংলাদেশ ব্যাংক ভবন

Share This

সকাল থেকে বিদ্যুৎহীন রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের ৩০তলা মূল ভবন। এতে লিফট বন্ধ থাকায় কর্মীরা কাজে যোগ দিতে পারেন নি। ফলে কেন্দ্রীয় ব্যাংকে একধরনের অচলাবস্থা দেখা দিয়েছে। 

গতকাল ১১ ডিসেম্বর, বুধবার রাতে ভবনের একটি ফ্লোরে স্যুয়ারেজ লাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রকৌশলী জালাল উদ্দিন।

তিনি আজ ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জানান, সকাল থেকে স্যুয়ারেজ লাইনের মেরামত চলছে। তবে তা সারাতে কত সময় লাগতে পারে এবিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে ভবনটির লিফট। এতে করে সকালে কর্মস্থলে যোগ দিতে আসা কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা উপরে উঠতে পারছেন না। তারা নিচেই অবস্থান করছেন। কেউ কেউ সিঁড়ি দিয়ে উঠলেও কাজকর্ম করতে পারছেন না।

সমস্যাটির দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, ‘আশা করছি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: