প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে।
সকালে প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল তুলে দেয়া হবে।
এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল জানান, ২০২০ সালের জন্য শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউএনবি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন