বিবিদইল গ্রামবাসী’র ব্যানারে সংবর্ধনার আয়োজন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিবিদইল গ্রামবাসী’র ব্যানারে সংবর্ধনার আয়োজন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক ইকবালকে আগামী ১৫-ই ডিসেম্বর বিবিদইল গ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‌‘বিবিদইল গ্রামবাসী ও বিবিদইল এর সকল শিক্ষা প্রতিষ্ঠান’র ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আগামী ১৫-ই ডিসেম্বর রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়’র অডিটরিয়াম হলে এই গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

FB_IMG_1575794250153

আয়োজকরা জানিয়েছেন, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন কর্তৃক সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পীর মো. ফয়জুল হক ইকবালকে এই গণসংবর্ধনা প্রদান করা হবে।

বিবিদইল গ্রামবাসী ও সকল শিক্ষা প্রতিষ্ঠান’র পক্ষে আয়োজক হিসেবে আছেন, বিশিষ্ট মুরব্বি ও সালিশি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব খাঁন (খোকা), ইউসুপ আলী, রানা খাঁন, কামরুজ্জামান খাঁন ফয়সল, অপু খাঁন, ফিরুজ আলী, সাইফুল ইসলাম রানা, মাহবুবুল আলম, কফিল খাঁন, জাহাঙ্গীর আলম, কয়েস আহমদ, বিরেস নাথ, জুনেদ আহমদ, আশরাফ সিদ্দিকী, নজরুল ইসলাম-সহ প্রমূখ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages