মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বুধবার ঈদ হবে বাংলাদেশে। কিন্তু মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দেশের ৬৩ জেলায় চাঁদ দেখা যায়নি। ফলে একদিন পিছিয়ে বৃহস্পতিবার ঈদ হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি।
এদিকে মঙ্গলবার বেলা ২টা থেকে একই দিন দিবাগত রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হযেছে, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে গেল মাসে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ