সাকিব আল হাসান কথা বার্তা খুব একটা বলেন না। ক্রিকেট মাঠে যতটা ভয়ানক, মাইকের সামনে ততটাই চুপচাপ স্বভাবের। বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান এবারের বিশ্বকাপের ফলাফল ছেড়ে দিয়েছেন পারফর্মেন্সের উপরই।
সাকিব বলেন, আমার কাছে যতটুকু করা সম্ভব ছিল এই বিশ্বকাপ খেলার জন্য, আমি সব কিছুই করেছি। এখন বাকিটা তো আল্লাহ’র ওপরে। চেষ্টা থাকবে যেন আমার সর্বোচ্চ দিতে পারি।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে এমনটাই বলা হচ্ছে বিভিন্ন ভাবে। অনেক বিদেশী বিশ্লেষকরাও বাংলাদশের সম্ভাবনা দেখছেন। আর এটা করতে পারলে বাংলাদেশের সেরা অর্জনই হবে বলে মনে করেন সাকিব।
তিনি বলেন, এবার আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ অবশ্যই আছে। তবে কাজটা কঠিন। দেশবাসীর কাছে অবশ্যই দোয়া চাই।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ