আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এদিকে বাংকাদেশ দলকে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতিয়ে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এসেই রাজনৈতিক মাঠ কাঁপিয়ে আবারো ফিরে যান। প্রথমে দুবাই যাবেন। সেখান থেকে তামিম ইকবালকে সঙ্গে নিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে ঢাকা ছাড়ার আগে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘প্রাথমিক লক্ষ্য আমরা সেমিফাইনালে খেলতে চাই। কিন্তু আবারও বলছি, কাজটা সহজ নয়। কারণ, বিশ্বকাপে সবাই কঠিন প্রতিপক্ষ। আবার যদি সেমিফাইনালে উঠেই যাই, ফাইনালই-বা কেন খেলব না!’
এ সময় আরেক প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘সবাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে ফেবারিট বলছেন। তবে আমার চোখে ভারত আর অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে। আর যদি বলেন বাংলাদেশের কথা, আমি বলব আমাদেরও সম্ভাবনা আছে।’
এ সময় বলা হয়, বাংলাদেশ বিশ্বকাপ জিতলে সেটা কি অঘটন হবে? এ প্রশ্নের উত্তরে ম্যাশ বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন। অনেকের অনেক মত থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলব, বাংলাদেশ বিশ্বকাপ জিতলে সেটা অঘটন হবে না।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ