বর্তমানে ভারত, অস্ট্রেলীয়া, কিংবা ইংল্যান্ড সব দলের বোলারদের থেকে কিপটে বোলার বাংলাদেশের সাকিব-মাশরাফি-রুবেলরা।বিগত ২ বছরের ইকোনকিম রেটে সবার থেকে ভালো বোলিং করেছে টাইগাররা। সবচেয়ে কম রান দেওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।
এদিকে শেষ ৩৫ ম্যাচে বাংলাদেশী বোলারদের ইকোনমিক রেট ৫.০৮। এরপরেই রয়েছে ভারত। ৫৯ ম্যাচে ভারতীয় বোলারদের ইকোনমিক রেট ৫.০৯।তৃতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ৩৭ ম্যাচে ইকোনমিক রেট ৫.১৫। জিম্বাবুয়ের পরেই রয়েছে দক্ষিণ অাফ্রিকা। আফ্রিকানদের ৩৬ ম্যাচে ইকোনমিক রেট ৫.২১। ৫.২৭ ইকোনমি রেট নিয়ে এর পরের স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
তবে চমক হিসাবে রয়েছে আরব আমিরাত। তাদের ইকোনমিক রেট ৫.৩৬। ৩৪ ম্যাচ খেলে ৫.৬১ ইকোনমি রেট নিয়ে পরের স্থানে আছে শ্রীলঙ্কা।
কিন্তু সবচেয়ে বেশী খারাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ৪১ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইকোনমি রেট ৫.৬৭। এবং ৪৩টি ম্যাচ খেলে ইংল্যান্ডের ইকোনমি রেট ৫.৭৪।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ