তীব্র গরম পড়ছে। তাপের তীব্রতা শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও চলছে সমানতালে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
সাগরের দক্ষিণ-পশ্চিম এলাকার এ নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে হানা দিতে পারে এ ঘূর্ণিঝড়।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এ সতর্কতা জারি করেছে। দফতর থেকে বলা হয়েছে, ঘুর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
আগামী ১ মে পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তামিলনাড়ু উপকূল থেকে মিয়ানমার পর্যন্ত এর প্রভাব পড়বে। তামিলনাড়ু, পণ্ডীচেরিতে ঝড়ের গতি ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা ছাড়াতে পারে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ