বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দামামা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দামামা

Share This

তীব্র গরম পড়ছে। তাপের তীব্রতা শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও চলছে সমানতালে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। 

সাগরের দক্ষিণ-পশ্চিম এলাকার এ নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে হানা দিতে পারে এ ঘূর্ণিঝড়।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এ সতর্কতা জারি করেছে। দফতর থেকে বলা হয়েছে, ঘুর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

আগামী ১ মে পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তামিলনাড়ু উপকূল থেকে মিয়ানমার পর্যন্ত এর প্রভাব পড়বে। তামিলনাড়ু, পণ্ডীচেরিতে ঝড়ের গতি ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা ছাড়াতে পারে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ