'মেয়েদের আইপিএলে' সুযোগ পেলেন জাহানারা! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

'মেয়েদের আইপিএলে' সুযোগ পেলেন জাহানারা!

Share This

ছেলেদের ক্রিকেটে আইপিএল সবচেয়ে জনপ্রিয় হতে পারে, তবে মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওমেন বিগ ব্যাশ লিগই সবার ওপরে। গত বছর থেকে বিসিসিআই অবশ্য ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের উদ্যোগ নিচ্ছে, খানিকটা আইপিএলের আদলে সেই উদ্যোগ হচ্ছে এবার বড় পরিসরে। আর তাতে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। টিম ভেলোসিটিতে মেয়েদের ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজের অধীনে খেলবেন জাহানারা। দেশের বাইরে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এর আগে খেলেননি বাংলাদেশের কেউ। রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা বিগ ব্যাশে আইসিসির মাধ্যমে বিশেষ সুবিধায় অনুশীলন করেছিলেন শুধু, কিন্তু মূল দলের অন্তর্ভুক্ত হননি।

আজই বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বছর আইপিএলের প্লে অফের সপ্তাহেই আয়োজন করা হবে মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সুপারনোভাস, ট্রেলব্রেজার্স আর ভেলোসিটি এই তিন দল নিজেদের মধ্যে তিনটি ম্যাচ খেলবে, আর শেষে হবে ফাইনাল। সবগুলো ম্যাচই হবে জয়পুরে। ভেলোসিটিতে জাহানারা ছাড়াও অন্য বিদেশী ক্রিকেটারদের মধ্যে থাকছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, ইংল্যান্ডের ড্যানিয়েলে ওয়াট ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। সবকটি ম্যাচই সরাসরি দেখানো হবে স্টার স্পোর্টসে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ