কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
গতকাল রোববার ভোরে কাউকা এলাকার রোসাসে ভয়াবহ ভূমিধসের ঘটনায় আটটি বাড়ি মাটিচাপা পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের সন্ধানে তল্লাশি চলছে।
দেশটির জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে,ঘটনাস্থলের নিকটস্থ হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির প্রেসিডেন্ট ইভান ডুকে। তিনি সাংবাদিকদের বলেন, ভূমিধসে হতাহতদের জন্য চিকিৎসা সহায়তা ও বিকল্প হাউজিং ব্যবস্থা করা হচ্ছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ