বালিশের কভার যত ঘন ঘনই পালটানো হোক না কেন, এতে দৃষ্টিকটু দাগ পড়তেই পারে। জেনে নিন দাগ দূর করার উপায়।
টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।
বালিশের কভার যত ঘন ঘনই পালটানো হোক না কেন, এতে দৃষ্টিকটু দাগ পড়তেই পারে। এমন হলদেটে দাগ কী করে দূর করবেন বালিশ থেকে? জেনে নিন এই দাগ দূরের উপায়।
যা যা লাগবে
১ কাপ ডিশ ওয়াশিং পাউডার
১ কাপ কাপড় ধোয়ার পাউডার
১ কাপ ব্লিচ
আধা কাপ বোরাক্স
ওয়াশিং মেশিন থাকলে প্রথমে ওয়াশিং মেশিনের এক তৃতীয়াংশ ভরে নিন গরম পানি দিয়ে। এরপর ওপরের চারটি উপাদান এতে দিয়ে মিশিয়ে নিন। এরপর এতে দুইটি বালিশ দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর মেশিন দুইবার করে চালিয়ে নিন। এরপর শুধু পানি দিয়ে একবার ধুয়ে রোদে বা ড্রায়ারে শুকিয়ে নিন।
ওয়াশিং মেশিন না থাকলে এসব উপকরণ পানিতে মিশিয়ে তাতে বালিশগুলো ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর গ্লাভস পরে সাবধানে ধুয়ে নিন। সবশেষে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ