নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নতুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুসহ শিক্ষার্থী-পাইলট, প্রকৌশলী এবং স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন।এদের মধ্যে ওজাইর কাদির নামের শিক্ষার্থী-পাইলট নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল এভিয়েশন একাডেমিতে পড়ালেখা করতেন।
এর আগে এক তথ্যে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এ ঘটনায় নিহত হন আতা এলায়েন নামে এক ফুটবলার। ৩৩ বছর বয়সী এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটসাল (ইনডোর ফুটবল) দলের সদস্য। তিনি বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় গোলকিপারের দায়িত্ব পালন করেছেন।
এদিকে দেশটির কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে নিহতদের মরদেহ শনাক্তে কাজ করছে। মুসলিম নিয়মানুযায়ী তাদের দাফন সম্পন্ন করতেই তারা এমন উদ্যোগ নিয়েছে।
নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট জাসিন্ডা আরডার্ন রোববার জানান, এরই মধ্যে যাদের মরদেহ শনাক্ত করা হয়েছে, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে। বুধবারের মধ্যে সব মরদেহ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর সম্পন্ন হবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ