গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে না বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, গ্যাসের মূল্যবৃদ্ধি আমরা কখনও মেনে নেব না, এদেশের মানুষও মেনে নেবে না।’ এরপরও সরকার গ্যাসের দাম বাড়ালে তাদের দল সবধরনের প্রতিবাদ করবে বলেও জানান বিএনপি মহাসচিব।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে ফখরুল বলেন, 'এ প্রতিবেদনে দেশের মানবাধিকার অবস্থা ও ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সঠিক চিত্রটা বেরিয়ে এসেছে।'
ফখরুল বলেন, 'শুধু স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে নয়, সারাবিশ্বের গণমাধ্যম- আল-জাজিরা, সিএনএন, বিসিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউইর্য়ক টাইমসসহ প্রত্যেকটা গণমাধ্যমে বলা হয়েছে যে, ৩০ ডিসেম্বরের নির্বাচন হয়নি। এ নির্বাচনে জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন হয়নি এবং মানুষ ভোটই দিতে পারেনি।'
ভারতীয় গণমাধ্যমেও এ নির্বাচন যে হয়নি তা তুলে ধরা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, 'বাংলাদেশের মিডিয়ার ওপর সেন্সরশিপ থাকায় আমাদের মিডিয়া সেভাবে বলতে পারে না। তারপরেও বলে, তারপরেও যতটুকু সম্ভব তারা বলছে।'
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ