ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। শপথ নিয়েছেন ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত ৫০ কাউন্সিলররাও।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির শাফিন আহমেদকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আতিকুল। নৌকা প্রতীক নিয়ে আতিকুল মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের এই উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট পাঁচজন। বিএনপির নেতৃত্বাধীন জোট সিটি নির্বাচন বর্জন করে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ