জার্মানির তিন সাংবাদিককে বহিষ্কার করেছে তুরস্ক। আঙ্কারার এ উদ্যোগের নিন্দা জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি বলছে, তুরস্ক ছাড়তে ওই তিন সাংবাদিককে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই প্রথম তুরস্ক কোনো বিদেশি সাংবাদিকের স্বীকৃতিপত্র বাতিল করলো মনে করা হচ্ছে।
তুরস্কে ২০১৬ সালে যে ব্যর্থ অভ্যুত্থান হয় তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু সাংবাদিক কারাগারে রয়েছেন।
খবরে বলা হয়েছে, তিন জার্মান সাংবাদিকের মধ্যে দুইজন রোববার তুরস্ক ছেড়েছে। আর একজন আগে থেকেই জার্মানিতে অবস্থান করছিলেন।
তিন সাংবাদিক হলেন-থমাস সেইবার্ট, তিনি তাজেসপাইজেলের রিপোর্টার। অপরজন হলেন জেডডিএফের ব্যুরো চিফ জর্জ ব্রেজ। আর তৃতীয়জন হলেন হালিল গুলবায়েজ, তিনি এনডিআর টিভি চ্যানেলের সাংবাদিক।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস বলেছেন, তুরস্কের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং আমরা এর বিরুদ্ধে প্রচারণা চালাব।
তবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মানির উদ্দেশ্যের ব্যাপারে তারা পুরাপুরি সজাগ রয়েছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ