রাজশাহী মহানগরীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে নগরীর তেরখাদিয়া এলাকার একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ সময় ওই বাসায় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকার জাহিদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দফতরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, সোয়া ৭টার দিকে ওই বাসায় আগুন টের পান প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লেগেছিল ভবনের দ্বিতীয় তলায়। ভবনটির মালিক ওই এলাকার জাহিদ হোসেন। ভাড়াটিয়া পরিবারটি ওই সময় বাসায় ছিলেন না।
আগুনের ধরন দেখে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এর সূত্রপাত বলে মনে হচ্ছে। এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ চলছে বলেও জানান তিনি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ