মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী সা.-কে নিয়ে কটূক্তি করায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড এবং অপর তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার( ৯ মার্চ) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে দেশটির পুলিশের আইজিপি মোহাম্মদ ফুজি হারুন বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের ১০টি অভিযোগ রয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপর একজনের বিরুদ্ধে একই অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার তার সাজার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর বাকি দুইজনের বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। তবে তাদের জামিন না দিয়ে আটক রাখা হয়েছে।
চারজনের বিরুদ্ধেই জাতিগত শান্তি নষ্ট, উস্কানি এবং সামাজিক যোগাযোগ বা যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের আইনে অভিযোগ আনা হয়েছে।
মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় এ ধরনের ঘটনায় এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ