বিবিদইল ফুটবল লিগ: শিরোপা জিতলো বিবিদইল লায়ন্স - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিবিদইল ফুটবল লিগ: শিরোপা জিতলো বিবিদইল লায়ন্স

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে “বিবিদইল ফুটবল লিগ” - বিএফএল ২০১৯ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হল।

বিকালে বিবিদইল নয়াবাজারের মাঠে ফাইনালে বিবিদইল লায়ন্সের মুখোমুখি হয় জেএস সিলভার স্টার বিবিদইল।

খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় জসিমের গোলে এগিয়ে যায় জেএস সিলভার স্টার বিবিদইল। এরপর প্রথমার্ধের ২০ মিনিটের সময় রুবেলের গোলে সমতায় আসে বিবিদইল লায়ন্স। দ্বিতীয়ার্ধে মামুনের অসাধারণ হেডে ২-১ এগিয়ে যায় বিবিদইল লায়ন্স। এর ৫ মিনিটের মাথায় জসিমের ২য় গোলে আবার সমতায় আসে জেএস সিলভার স্টার বিবিদইল। খেলার শেষ হওয়ার ৭ মিনিটের আগে রুবেলের জয় সূচক ২য় গোলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিবিদইল লায়ন্স।

ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন বিবিদইল লায়ন্সের রুবেল।

ফাইনালের পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্রের সভাপতি, তোফায়েল আহমদ রুনাম
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার জুনেদ আহমদ, মুজিবুর রহমান, সায়েদ আহমদ, শহীদ আহমদ (লন্ডন প্রবাসী), লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্রের সহ-সভাপতি সুজন আহমদ (কাতার প্রবাসী), লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শাহনুর হুসাইন, সায়াদ আহমদ, অজুদ আহমদ, এনাম আহমদ, নজরুল ইসলাম, শাকিল আহমদ, মিজান মিয়া (সময়ের সংলাপ২৪ এর সদস্য)- সহ প্রমুখ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages