নারী পুরুষের সমান অধিকার রয়েছে যেসব দেশে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নারী পুরুষের সমান অধিকার রয়েছে যেসব দেশে

Share This

গড়ে সারা বিশ্বে পুরুষদের তিন ভাগের একভাগ অধিকার ভোগ করে নারীরা। বিশ্বব্যাংক বলছে মাত্র ছয়টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। ‘নারী, ব্যবসা ও আইন’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, ১৮৭টি দেশের মধ্যে মাত্র ছয়টিতে এই সমতা বিরাজ করছে।

গত দশ বছরের তথ্য বিশ্লেষণ করে এমনটি দেখা গেছে। এক্ষেত্রে তারা বিবেচনায় নিয়েছে প্রধানত: অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্ব, পারিবারিক সহিংসতা ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।

এসব বিষয় বিবেচনায় বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেনকে বিশ্বব্যাংক বলছে সবগুলো বিষয়ে সমান সমতার দেশ। বিশ্বব্যাপী নারীরা গড়ে পুরুষের ৭৫ ভাগ সমান অধিকার ভোগ করে।

নারী-পুরুষের সমান অর্থনৈতিক অধিকার কোন দেশে কত?


আঞ্চলিক পার্থক্য
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে এ বিষয়ে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ইউরোপে নারীর অধিকার ভোগের মাত্রা যেখানে ৮৪ দশমিক ৭ শতাংশ সেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সেটি ৪৭ দশমিক ৩ শতাংশ। সৌদি আরবের আইনে নারীদের অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে দেশটি এ তালিকায় সবার শেষে।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘কর্মক্ষেত্রে প্রবেশ কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে অনেক আইনই আছে যা নারী বিরোধী’।

কোনো কোনো দেশ ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সেটি এ রিপোর্টে উঠে এসেছে। বিশ্বব্যাংক বলছে, গত দশকে ১৩১টি দেশে ২৭৪ ধরনের সংস্কার এসেছে আইন বা বিধিমালায় আর সেটি লিঙ্গ সমতা বাড়িয়েছে।

কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা
বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে নারীর পুরো কর্মজীবন, চাকুরী থেকে শুরু করে ব্যবসা পরিচালনা এবং শেষে পেনশন। এতে আরও বলা হয়েছে ৩৩টি দেশ পিতৃত্ব ছুটির বিষয়টি অনুমোদন করেছে আর ৪৭টিতে পারিবারিক সহিংসতা রোধে আইন হয়েছে।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জানি লিঙ্গ সমতা অর্জন করতে হলে আইন পরিবর্তনের চেয়ে আরও বেশি কিছু করতে হবে। আইনের অর্থবহ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: