রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছে বহু মানুষ। সেকেলে যন্ত্রপাতি নিয়েই জীবন বাজি রেখে উদ্ধারকার্যে নেমেছেন ফায়ার সার্ভিসহ বিভিন্ন বাহিনীর দুঃসাহসী সদস্যরা।
এদিকে নিচে হাজার হাজার উৎসুক জনতা আগুন দেখছে! হ্যাঁ, কোনো কারণ ছাড়াই তারা স্রেফ আগুন দেখতে ভিড় করেছে এফ আর টাওয়ারের নিচে; আর মোবাইলে ছবি তুলছে। দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স, পানির গাড়ি কোনোটাই যেতে পারছে না মানুষের ভিড়ে!
এমন অশালীন ঘটনার সমালোচনা করছেন সচেতন মানুষরা। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এমন ঘটনার তীব্র সমালোচনা করেছে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরো একটি বড় দুর্ঘটনা বনানীর এফআর বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময়মতো জায়গায়। দূর থেকে পানি দিতে হয়েছে।’
‘একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন। কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে। আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা।’
‘যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!’
তবে যারা ইমারজেন্সি লেন তৈরি করে সাহায্য হাত বাড়িয়েছেন তাদের সাধুবাদ জানাতে ভোলেননি মিরাজ। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ যেন বাজেভাবে কথা না বলেন। তিনি বলেন, ‘এবার হতে শিক্ষা নেই সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়, নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ