র‌্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বহিষ্কার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

র‌্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বহিষ্কার

Share This

দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত দোসরা জানুয়ারি রাতে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের রাজেশ ও মাহামুদুল নামের দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরের একটি মেসে ডেকে নিয়ে র‌্যাগিং করে ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ শিক্ষার্থী।

এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন। বিষয়টি খতিয়ে দেখে সোমবার জরুরি সভায় অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: